বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্ট
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১ ফেব্রুয়ারি বুধবার উপজেলার সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব আর রানার্সআপ হয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘ সুহিলপুর। অনুষ্ঠানের প্রধান অতিথি এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রপ্তানি)-এর স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদিন মজুমদার (সিআইপি) চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফিসহ পুরস্কার তুলে দেন। খেলায় টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারণ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণে অংশ নেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ ও ওসি (তদন্ত) নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রপ্তানি)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মারুফ আবেদিন মজুমদার ও মহাব্যবস্থাপক আরিফুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল আওয়াল ও কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক প্রধানিয়া। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ।

উল্লেখ্য, এ টুর্নামেন্টটি পরিবারিকভাবে পরিচালনা করে আসছেন এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী স্থানীয় মজুমদার বাড়ির কৃতী সন্তান জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়