প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডস্থ বাবুরহাট খলিশাডুলীর একটি বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া চাঁদপুর সরকারি কলেজের কর্মচারী লিটন বেপারীর একমাত্র মেয়ে বলে জানা যায়। সে বাবুরহাট হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। মেয়েটির বাবা ময়নাতদন্ত না করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার জন্য এডিএম বরাবর লিখিত দরখাস্ত করেছেন।
মেয়েটির বাবা জানান, তার মেয়ে দীর্ঘদিন থেকে পেটের ব্যথায় ভুগছিলো। ওইদিন দিবাগত রাতে সে বাসায় সবার অগোচরে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ আইনগত প্রক্রিয়ায় নিহত সুমাইয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।