প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![আঃ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৭ মসজিদে দোয়া](/assets/news_photos/2023/02/03/image-29162.jpg)
চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বেপারীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রূহের মাগফিরাত কামনা করে আজ ৩ ফেব্রুয়ারি শুক্রবার পারিবারিকভাবে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। অদ্য বাদজুমা একযোগে চাঁদপুর শহরের রেলওয়ে বাইতুল আমীন জামে মসজিদ, রেলওয়ে জিলানীয়া জামে মসজিদ, রেলওয়ে কাঁচ্চাকলোনী মসজিদ, ক্লাব রোড রেলওয়ে মসজিদ, রেলওয়ে লোকোরানিং মসজিদ, রেলওয়ে বড়স্টেশন জামে মসজিদ ও মরহুমের গ্রামের বাড়ি ফরিদগঞ্জের ফকির বাজার উত্তর জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়ায় অংশ নেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বেপারী।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ জানুয়ারি তিনি কিডনিজনিত সমস্যায় ৬৫ বছর বয়সে চাঁদপুর শহরের বকুলতলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পরে জানাজার নামাজ শেষে ফরিদগঞ্জের ফকির বাজারস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।