প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![বেসরকারি মেডিকেলগুলোরও স্বাস্থ্য খাতে ভূমিকা রয়েছে](/assets/news_photos/2023/02/03/image-29161.jpg)
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারস্থ স্কুল রোডে অবস্থিত সেরাজউদ্দিন প্লাজা ও অত্যাধুনিক চিকিৎসা সেবা সম্বলিত মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লিঃ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সেতু ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মাহবুবের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লিঃ-এর চেয়ারম্যান ডাঃ মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিটি সেবার পাশাপাশি মানুষের চিকিৎসা সেবাও নিশ্চিত করেছেন। সরকারি মেডিকেলগুলোর পাশাপাশি বেসরকারি মেডিকেলগুলোরও সেক্ষেত্রে ভূমিকা রয়েছে। তাই আমি আশা করি আপনারা যে উন্নত চিকিৎসার সরঞ্জাম নিয়ে মেডিফাস্ট মেডিকেল সার্ভিসটি চালু করলেন, তা সেবার জন্য হবে। যেহেতু এই লোকাল এলাকায় এসে আপনারা আধুনিক প্রতিষ্ঠান করেছেন সেক্ষেত্রে সেবাটাকে মূল লক্ষ্য হিসেব করবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ ও সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে আধুনিকায়ন করেছেন। উন্নত ভবন করে দিয়েছেন। বর্তমানে প্রতিটি সরকারি মেডিকেলেই মানসম্মত সেবা দেয়া হচ্ছে এবং দক্ষ চিকিৎসক আছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই। তাই আগামী দিনে আবারও জনগণ আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আজমল খান, এসিসট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম, ডিরেক্টর ফয়সাল হোসেন রোমান, শিমলী আহমেদ নিলা, মোঃ আলী আশরাফ, অরুনা খাতুন লিনা, নাজমুল হক সরকার, শাহাদাত হোসেন জমাদার, মোঃ মাসুদ রানা, মোঃ শাহ আলম, মোঃ সাইদুল ইসলাম, সোহেল রানা, মোঃ মানিক মিয়া, মোঃ হানিফ সরকার, রাবেয়া আক্তার, নার্গিস আক্তার, মোঃ হেলাল উদ্দিন, মোঃ সবুজ মিয়া, মোঃ খবির হোসেন, আল মাহাবুবুর রহমান, মেহেদী হাসান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ নাজমুল হক, সোহরাব প্রমুখ। (আরো খবর দেখুন ২য় পৃষ্ঠায়)