প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নবীন বরণ](/assets/news_photos/2023/02/02/image-29132.jpeg)
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটির প্রায় ১১শ’ শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।
এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বলেন, আজকে তোমাদের পদচারণায় যেমন হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মুখরিত তেমনি আগামী দিনে তোমরা দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ করে নিয়ে ভবিষ্যতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, আজকে আমার সামনে তোমরা যারা বসে আছো, তারা আগামী দিনে সচিব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তা হবে।
সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য ফরহাদ হোসেন রতন, সহকারী অধ্যাপক (অবঃ) স্বপন কুমার পাল, অভিভাবক সদস্য মোঃ শামছুজ্জামান মুন্সী, মজিবুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক মোঃ সেলিম, মোরশেদ আহমেদ মজুমদার, শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক শ্রীকৃষ্ণ দে, মোঃ বেলাল হোসেন ও উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্ল্যা।
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সাফওয়ান আবরার নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিব্যক্তি প্রকাশ করেন পূজা কর্মকার।
আলোচনা শেষে শিক্ষকরা নবীনদের রজনীগন্ধা ও গোলাপ ফুল উপহার দেয়ার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বরণ করে নেন। এ সময় শিক্ষকরা কলেজের পরিচিতিমলূক বিষয় নিয়ে আলোচনা করেন এবং কলেজের সব নিয়মণ্ডশৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হয়। সবশেষে তবররুক বিতরণ করা হয়।