প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![বিএনপি রাষ্ট্র নয় নিজের দলটাকেই আগে মেরামত করুক](/assets/news_photos/2023/02/02/image-29131.jpg)
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, কৃষি আমাদের প্রাণ, এই কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছে। কৃষকের সব ধরনের সুবিধা দিতে এই সরকারের কোনো বিকল্প নেই। পক্ষান্তরে বিএনপির সময় সারের জন্য ফুলপুরে ১৭ জন কৃষককে প্রাণ দিতে হয়েছে।
গতকাল ১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি, হত্যা, গুম ও রাহাজানিতে লিপ্ত ছিলো। তারা জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিলো। এখন রাষ্ট্র মেরামতের কথা বলছে। যা সম্পূর্ণই মিথ্যা ও বানোয়াট বুলি। রাষ্ট্র মেরামত কেবল শেখ হাসিনার পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে নয়। আর বিএনপি রাষ্ট্র নয় নিজের দলটাকেই আগে মেরামত করুক।
তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন।
এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এবং আলী আজম মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মোহনপুর পর্যটন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী মিজানুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মণ্ডসম্পাদক কবির আহমেদ মাস্টার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, চাঁদপুর আদালতের এপিপি অ্যাডঃ জসিম উদ্দিন, সমাজসেবক বজলুল রশিদ দেওয়ান, আলী আহম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান বকাউল, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্নত আলী বেপারী প্রমুখ। পরে তিনি ফরাজীকান্দি মাদ্রাসা আঙ্গিনায় শীতবস্ত্র বিতরণ করেন।