প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![আজ কচুয়া প্রেসক্লাবের মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা উদ্বোধন](/assets/news_photos/2023/02/01/image-29085.jpg)
কচুয়া পৌরসভাধীন পুরাতন ঈগল বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে আজ বুধবার উদ্বোধন হচ্ছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা।
কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মেলার উদ্বোধন করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। মেলায় স্থান পেয়েছে কুটির শিল্পজাত পণ্যের বেশ কিছু স্টল। প্রায় অর্ধশত স্টলের মধ্যে রয়েছে থ্রিপিচ, টুপিচ, ওয়ান পিচ, ইমিটেশন জুয়েলারী, বাচ্চাদের ড্রেস, শার্ট, প্যান্ট, ব্লেজার, ক্রোকারিজ ও প্রসাধনী সামগ্রী। শিশুদের বিনোদনের জন্যে রয়েছে নাগরদোলা, ম্যাজিক নৌকা, ডরিমন, জাম্পিং সিলভার, ভূতের বাড়ি। তাছাড়া খাবারের জন্যে ঢাকার লেকেরপাড় দই, ফুসকা এন্ড কাবাব ঘর এবং চটপটি রয়েছে। ক্রেতাদের বিশেষ দৃষ্টি আর্কষণের জন্যে বিভিন্ন স্টলের পণ্য সামগ্রী সুলভ মূল্যে বিক্রি হবে বলে মেলার আয়োজকরা জানিয়েছে।