প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (বাবুরহাট)-এর আওতাধীন ফরিদগঞ্জ উপজেলার ৩নং এলাকা থেকে এলাকা পরিচালক মনোনীত হয়েছেন মোঃ নুরুন্নবী পাটোয়ারী। গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভায় আগামী ৩ বছরের জন্য তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পেয়ে তিনি ওই সভায় শপথ গ্রহণ করেন।
মোঃ নূরনবী পাটোয়ারী ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী মিজি বাড়ির মৃত জয়নাল আবদীন পাটোয়ারীর পুত্র। এলাকা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সকল কর্মকর্তা এবং গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
পাশাপাশি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।