প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০
নিয়মিত টহলের অংশ হিসেবে টহল পরিচালনাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল ১০ ডিসেম্বর ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২টি চাপাতি, ৩টি সুইচ গিয়ার, ২টি শর্টগানের কার্তুজ, ১টি ছোরা, ৪টি লোহার রড, ৩টি হাতুড়ি ও ৩টি লাঠিসহ ‘হাতুড়ি গ্রুপ’-এর মূল হোতা মেহেদী হাসান সুজন (ক্যাডার সুজন) (২৫) সহ সক্রিয় পাঁচ সদস্য গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো : কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দুর্গাপুর গ্রামের মোঃ আমির আলীর ছেলে মেহেদী হাসান সুজন (ক্যাডার সুজন) (২৫) ও একই গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ফারুক হোসেন (২৫) ও মৃত তরব আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৫); একই থানার ধনিজকরা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ তারিকুল ইসলাম (তারেক) (২০) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মোঃ জাকির হোসেন (২০)।
প্রাথমিক অনুসন্ধান, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই ‘হাতুড়ি গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মারামারি, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত গ্রুপের মূল হোতা মেহেদী হাসান সুজনের বিরুদ্ধে পূর্বে ফেনী জেলার সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে এবং সে এই মামলার এজাহারভুক্ত প্রধান আসামী। বিজ্ঞ আদালত উক্ত মামলায় ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।