প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
![১৭ ও ১৮ ডিসেম্বর বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা](/assets/news_photos/2022/12/09/image-26986.jpg)
চাঁদপুর সদর কেন্দ্র কমিটির সম্মানিত দায়িত্বশীলদেরকে নিয়ে চাঁদপুর খ্রিস্টিয়ান মিশন স্কুলে কেন্দ্র চূড়ান্তকরণ ও আসন বিন্যাসকল্পে সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর চাঁদপুর খ্রিস্টিয়ান মিশন স্কুল কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৭শ’ ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। নার্সারি কেজি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয়ভাবে এ পরীক্ষা নিয়ন্ত্রণ করে থাকে। দেশের প্রায় সবকটি জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সহায়তায় প্রাণবন্ত পরিবেশে স্বচ্ছতার সাথে পরীক্ষাগ্রহণের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
চাঁদপুর সদর কেন্দ্র নির্বাহী জেলা সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফীর সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির উপদেষ্টা জেলা সভাপতি ওমর ফারুক, মিশন স্কুলের প্রধান শিক্ষক সীমা গাইন, ডেপুটি নির্বাহী রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রোটারিয়ান মাহমুদা খানম, কেন্দ্র সচিব ইকরা মডেল একাডেমীর পরিচালক লায়ন মোঃ গোলাম হোসেন টিটো, সহঃ কেন্দ্র সচিব ওয়াইডব্লিউসিএ প্রধান শিক্ষক কবিতা সাহা, সহঃ হল সুপার চাঁদপুর চিল্ড্রেন একাডেমীর অধ্যক্ষ মোঃ কাউছার পাটোয়ারী, পিপলস কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ মিজানুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ, রোস্টার চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মৃনাল কান্তি দাস, সহঃ রোস্টার মোঃ জাকির হোসেন গাজী, প্রধান সমন্বয়ক উদয়ন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, সমন্বয়কারী মৈশাদী মডেল একাডেমীর অধ্যক্ষ ফারহানা ইভা, খ্রিস্টিয়ান মিশন স্কুলের শিক্ষক রত্না মিশ্র ও ফৌজিয়া খানম, অক্সফোর্ড মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোবাশ্বেরা আক্তার প্রমুখ।
সভায় সরকারি বৃত্তি পরীক্ষায় ১০ শতাংশ অংশগ্রহণকারী কোটা বাতিল করে ৫ম শ্রেণির শতভাগ শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগদানের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান চাঁদপুর জেলা সভাপতি ওমর ফারুক।