প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
![বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন](/assets/news_photos/2022/12/09/image-26982.jpg)
চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ ডিসেম্বর ২ দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২-এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সদর মোঃ হেদায়েত উল্যাহ ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা। পরে উক্ত মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময়ে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল উদ্বোধনী মেলায় অংশগ্রহণ করেন।