প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো : হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর গ্রামের মামুন হোসেন (৩৪) ও টোরাগড় গ্রামের মোস্তফা কামাল (২৬), হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা টঙ্গিরপাড় গ্রামের খোরশেদ আলম (৩৩), হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন গ্রামের মুরাদ হোসেন (২৮), বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মহিন উদ্দিন (২৬) ও বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের আরিফ হোসেন (২৫)। এরা সবাই পেশায় সিএনজি অটোরিকশা চালক।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ কোহিনুর হোটেল থেকে জুয়া খেলা অবস্থায় অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদ ও আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।
হাজীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বড়পুলের পূর্ব পাড়ে (হাজীগঞ্জ বাজার সেতু) কোহিনুর হোটেল থেকে জুয়া খেলা অবস্থায় মামুন হোসেন, মোস্তফা কামাল, খোরশেদ আলম, মুরাদ হোসেন, মহিন উদ্দিন, আরিফ হোসেনসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়। এরপর জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মাদক, জুয়া ও ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহৃত আছে।