বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

নিউ ক্রিকেট একাডেমী ও চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের জয়লাভ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় জয়লাভ করেছে নিউ ক্রিকেট একাডেমী ঢাকা ও চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

চাঁদপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের গতকাল ৫ সেপ্টেম্বর সোমবার দিনের প্রথম খেলায় স্লোগ সিকার্সের সাথে জয়লাভ করে নিউ ক্রিকেট একাডেমী ঢাকা। দিনের ২য় খেলায় আলতাফ ক্রিকেট একাডেমীর সাথে জয়লাভ করে চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

সোমবার সকালে প্রথম খেলায় স্লোগ সিক্সার্স চাঁদপুর ও ঢাকা নিউ ক্রিকেট একাডেমী। ১০ ওভারের নির্ধারিত ম্যাচে চাঁদপুরের দলটি ৯ উইকেটে ৬৫ রান করে। দলের পক্ষে মুনতাসির সর্বোচ্চ ১৩ রান করে। বল হাতে নিউ একাডেমীর সাঈদ ৩টি উইকেট লাভ করেন।

ঢাকা নিউ ক্রিকেট একাডেমী ৮ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়।

দিনের ২য় খেলায় টসে জয়লাভ করে চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করে। দলের পক্ষে সাগর ৮৫, রাফি ৪১, রনি ২৬ ও হিরা ১৭ রান করেন।

আলতাফ ক্রিকেট একাডেমী ১৯২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা সবক’টি উইকেট হারিয়ে ৬০ রান করে। মুক্তিযোদ্ধা সংসদ ১৩১ রানে জয়লাভ করে।

দিনের ১ম ও ২য় খেলা শেষে সেরা ক্রিকেটারদের প্লোয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়, ম্যাচ রেফারী শামিম ফারুকী, ক্রিকেট কোচ নজরুল ইসলাম, সাবেক ক্রিকেটার এসএম মজিবুল হক রাসেল, সাইফুল ইসলাম সুমন, সদর উপজেলা যুবলীগ নেতা শিমুল হাসান সামনুসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়