বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

জেলা রেন্ট-এ-কার ড্রাইভার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি জিয়া ও সম্পাদক শাহীন
বাদল মজুমদার ॥

চাঁদপুর জেলা রেন্ট-এ-কার ড্রাইভার কল্যাণ সমিতির ২০২২-২০২৪ কার্যকালের নির্বাচনে সভাপতি পদে জিয়াউল হক জিয়া ও সাধারণ সম্পাদক পদে শাহীন মোল্লা জয়ী হয়েছেন।

৫ সেপ্টেম্বর সোমবার শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ভোটারদের ভোট প্রদানের মধ্য দিয়ে মোঃ জিয়াউল হক জিয়া (মোমবাতি) ৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাভলু খান (ছাতা) পেয়েছেন ৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ শাহীন মোল্লা (চেয়ার) ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিব মুন্সী (চাকা) পেয়েছেন ৮১ ভোট। সহ-সভাপতি পদে মোঃ রাহান বেপারী (আনারস) ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ বাচ্চু খান (হরিণ) ১১৪ ভোট পেয়েছেন ও মোঃ আনোয়ার হোসেন (মোবাইল) ৭৭ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক পাটওয়ারী। সাংগঠনিক সম্পাদক পদে রাশেদ খান (প্রজাপতি) ১০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমরান শেখ (বই) ৭৩ ভোট পেয়েছেন। সহ-সংগঠনিক পদে শাহজাহান খান (মোরগ), কোষাধ্যক্ষ পদে আব্দুুল খালেক গাজী (গোলাপ ফুল), দপ্তর সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন (টেবিল ল্যাম্প), ক্রীড়া সম্পাদক পদে নেয়ামত হোসেন (উট পাথি), সদস্য পদে মামুন বেপারী (বালতী) ও মোঃ হেলাল গাজী (হারমোনিয়াম) নিয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কবির পাটওয়ারী। লিটন গাজী ও দেলোয়ার হোসেন সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়