প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা](/assets/news_photos/2022/09/05/image-22913.jpg)
৪ সেপ্টেম্বর রোববার সকালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের সাথে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, ব্যবস্থাপনা বিভাগের পেয়ার আহাম্মদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা ফেরদৌস প্রমুখ।
অভিভাবকগণ তাদের বক্তব্যে কলেজ অধ্যক্ষের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এই সভার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের বাস্তব অবস্থা জানতে পেরেছি। আমাদের সন্তানরা যেন ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে তার জন্য আমরা সচেতন থাকবো।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ নারী শিক্ষার বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠান থেকে প্রতিবছর উচ্চ মাধ্যমিক পাস করার পর অনেকে বুয়েট, মেডিকেল, সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে। ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২৫০ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ পেয়েছে। আশা করি এদেরও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আরো ভালো হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্যে অবশ্যই অভিভাবকদের অধিকতর ভূমিকা পালন করতে হবে। কোভিড-১৯-এর কারণে তাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে এবং পরীক্ষার সময় কম প্রশ্নের উত্তর দিতে হবে। ফলে শিক্ষার্থীরা অল্প পরিশ্রমে অধিকতর ভালো ফলাফল করতে পারবে। তিনি শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিরুৎসাহিত করেন এবং নিয়মিত শ্রেণি কক্ষে উপস্থিত থাকার আহ্বান জানান। যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে তারাই পরবর্তীতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্যে অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনলাইন মতবিনিময় সভায় সকল শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।