প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর রোটারী ক্লাবের অভিভাবকত্বে প্রাথমিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ফরিদগঞ্জ রোটারী ক্লাব। চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও রোটারী ইন্টান্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্নর রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় ফরিদগঞ্জের নানা শ্রেণী ও পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিদের সমন্বয়ে একটি খসড়া কমিটি গঠন করা হয়।
গত শুক্রবার ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসাপাতালের কনফারেন্স কক্ষে প্রস্তাবিত ফরিদগঞ্জ রোটারী ক্লাবের সভাপতি কামরুল হাসান সাউদের সভাপতিত্বে এবং প্রস্তাবিত সাধারণ সম্পাদক অ্যাডঃ মাহবুব আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি ও রোটারী ইন্টান্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্নর রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, চাঁদপুর রোটারী ক্লাবের সদ্য সাবেক সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, সহ-সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম ও রোটাঃ নাজিমুল ইসলাম এমিল।
এছাড়া সভায় প্রস্তাবিত ফরিদগঞ্জ রোটারী ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আহসান হবিব মামুন, শাহাবুদ্দিন সাবু, মানিক দেওয়ান, প্রবীর চক্রবর্তী, দিলীপ কুমার দাস, লিটন চন্দ্র দাস, শাহেদ শিমুল, বাকী বিল্লাহ সোহাগ, আমান উল্লা আমান, মজিবুর রহমান প্রমুখকে অন্তর্ভুক্ত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী সভাতে প্রস্তাবিত ফরিদগঞ্জ রোটারী ক্লাবের কমিটি চূড়ান্ত হবে।