বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

কৃষিতে নির্ভরতা বাড়লে খাদ্য সঙ্কট কমে যাবে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে তিন দিনব্যাপী কৃষিমেলা সমাপ্ত হয়েছে। ৪ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলা বিআরডিবি মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষিমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথি বলেন, কৃষিমেলায় যদি কৃষকরা না থাকে, তাহলে এ মেলা করে লাভ কী? যারা কৃষি অধিদপ্তর থেকে সুবিধা ভোগ করে, তারা যদি মেলায় অংশগ্রহণ না করে, তাহলে এ মেলার আয়োজন করে সরকারি টাকা খরচ করার উপকারিতা কী তা আমার জানা নাই। সরকার প্রতিবছর কৃষি খাতে যে বরাদ্দ দেয়, তা শুধুমাত্র কৃষি পণ্য উৎপাদন বাড়ানোর জন্যে এবং কৃষকের উন্নয়নের জন্যে। তাই এ মেলায় শতভাগ কৃষককে উপস্থিত করানোর প্রয়োজন ছিল। কৃষকদের উৎসাহ না দিলে তারা কৃষিতে অনিহা করবে।

তিনি আরো বলেন, আমাদেরকে ভবিষ্যত সঙ্কট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। খাদ্য উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে খাদ্য সঙ্কটে পড়তে হবে। বর্তমানে কৃষি একটি আধুনিক পেশা। অনেকেই মনে করেন যারা কৃষি কাজ করেন তারা নিচু শ্রেণির মানুষ, এটা আসলে ঠিক না। বিদেশের দিকে নজর দিয়ে দেখেন, রিচম্যান যাদেরকে বলা হয়, তাদের অধিকাংশই ধনী ব্যক্তি। আমরা সকলে কৃষিতে এগিয়ে আসা প্রয়োজন। কৃষি দ্বারা দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। কৃষিতে নির্ভরতা বাড়লে খাদ্য সঙ্কট কমে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান সাউদ। পরে অনুষ্ঠানে অতিথিকে ও কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়