প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত](/assets/news_photos/2022/09/04/image-22861.jpg)
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা গতকাল শনিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয় ক্যাফে কর্নারের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাছান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল।
সভায় আগামী অক্টোবর মাসে নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ও মাসব্যাপী কর্মসূচি উদ্যাপনকল্পে ব্যাপক সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে অধ্যাপক কামরুল হাছানকে আহ্বায়ক ও আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
পরে নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সভাপতি এমএ লতিফের মেয়ে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলমের পিতা অসুস্থ হওয়ায় এবং নিরাপদ সড়ক চাই-এর সদস্য ইব্রাহিম খলিল মৃত্যুবরণ করায় তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।