প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে আওয়ামী লীগের বিক্ষোভ](/assets/news_photos/2022/09/04/image-22859.jpg)
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুরে বিএনপি-জামায়াত-শিবিরের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান।
বিক্ষোভ মিছিলটি কাজী মিজানুর রহমানের বাড়ির সামনে থেকে বের হয়ে মোহনপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপ্রধানে ও যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। সব সহিংসতার জবাব রাজপথেই দেয়া হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন মৃধা প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপাদার, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী বেগমসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।