বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

আপনার সন্তানদেরকে আমলি পরিবেশ শেখান
আলমগীর কবির ॥

গত ৩ সেপ্টেম্বর বাদ আসর হাজীগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজারগাঁও দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ময়দানে। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ (মাদ্দা জিল্লুহুল আলি)। তিনি বলেন, বর্তমানে বহু ওয়াজ নসিহত হচ্ছে। এসব ওয়াজ নসিয়ত কি শোনার জন্য না আমলের জন্য? আমলের জন্য যদি ওয়াজ মাহফিল হয় তাহলে সাধারণ মানুষ আল্লাহমুখী হবে। ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ওয়াজের মজলিশে আমল বৃদ্ধি করা হবে। সেটা না করে বরং সেখানে মনগড়া ফতোয়া দিয়ে আমল বন্ধ করে দেয়া হয়। ফিৎনার জামানায় আল্লাহর দুনিয়া থেকে খাঁটি মুসলমান হয়ে বিদায় নিতে হবে। হক্কানী আলেমের অনুসরণ করলে রাসূলের অনুসরণ করা হয়। হক্কানী আলেম না হয়েও কতিপয় আলেম নামে ওয়ায়েজীন হয়ে ওয়াজ মাহফিলে নিজের নতুন নতুন মত সৃষ্টি করছে। আবার ওয়াজের নামে হক্কানী পীর মাশায়েখদের বিরুদ্ধাচরণ করতে শোনা যাচ্ছে। এদেশে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তারা হলেন হক্কানী পীর মাশায়েখ। এ সকল পীর মাশায়েখ তারা মাজহাব মানতেন, আর এখন কিছু আলেম নামধারী মাজহাবের বিরুদ্ধে কথা বলছেন। আমরা হানাফি মাজহাব সহ চার মাজহাবের ইমামকেই হক মানি। আমরা হানাফি মাজহাবের অনুসরণ করি। দেশে বহু মাদ্রাসা আছে, সেখানে সুন্নাতের বালাই নাই। সুন্নাতের আমলের পরিবেশ করতে সমগ্র বাংলায় দীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছি।

মাহফিলে আরও বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওঃ রুহুল আমিন, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব মাওঃ মোঃ রুহুল আমিন আফসারী, ছারছীনা দরবারের মুবাল্লিগ মাওঃ মহিবুল্লাহ আল মাহমুদ, জেলা সভাপতি মাওঃ সাইফুদ্দিন খন্দকার ও সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান। মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা হাজী আব্দুল আহাদ, হাজীগঞ্জ জমইয়তে হিযবুল্লার সভাপতি মাওঃ মোঃ মাহবুবুল হাছান, মাওঃ মোঃ মুকবুল হোসাইন ও তালীমে তরিকত সম্পাদক মোঃ মাহমুদুল হক পাটওয়ারী, রাজারগাঁও ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান, উপাধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন হামেদী, জেলা যুব হিযবুল্লার সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ পাটওয়ারী, ছাত্র হিযবুল্লার জেলা সভাপতি মোঃ শাহাদত হোসেন, সম্পাদক মোঃ নোমান ছালেহী, রাজারগাঁও দারুছ ছুন্নাত দীনিয়া মাদ্রাসার মুদিত মাওঃ কাউছার চৌধুরী মুহিব্বীসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে পীর ছাহেব আগত মুসল্লিদের বায়াত করিয়ে তাওবা, ইস্তেগফার ও যিকির আজকারের মাধ্যমে দ্বীনের উপর মজবুত থাকার উপদেশ দেন।

উল্লেখ্য, আজ ৪ সেপ্টেম্বর রোববার বাদ আছর ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও ৫ সেপ্টেম্বর সোমবার বাদ আসর সূচীপাড়া ডিগ্রি কলেজ মাঠে ছারছীনার পীর ছাহেবের উপস্থিতিতে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়