প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, সেসব পরীক্ষার্থী মিলে আত্মপ্রকাশ ঘটালেন বাঁধন-’৭৯।
৩ সেপ্টেম্বর (শনিবার) সকালে উক্ত বিদ্যালয়ের অডিটোরিয়ামে দোয়া ও মোনাজাতের পর স্কুল মাঠ থেকে র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। র্যালিটি ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এসে সভায় মিলিত হয়। সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ১৯৭৯ ব্যাচের পরীক্ষার্থীরা। এই ব্যাচের ফরিদ আহমেদ রিপনের সঞ্চালনায় এবং একই ব্যাচের বন্ধু ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মহেশ চন্দ্র শর্মা। তিনি বলেন, ৪২ বছর পর আমরা একত্রিত হয়ে আবেগাপ্লুত। সেই চির চেনা মুখগুলোকে দেখে স্কুল জীবনের কত শত স্মৃতির কথা মনে পড়ছে। স্মৃতি রোমন্থন করে বন্ধুত্বের বন্ধনে ভালো কিছুর প্রয়াসে আমরা একত্রিত হয়েছি।
সভায় সংগঠনটির আত্মপ্রকাশমূলক বক্তব্য রাখতে গিয়ে ড. শাহাদাত হোসেন বলেন, আপনাদের লেখনির মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য-উদ্দেশ্য এবং চিন্তাধারা গণমাধ্যমের বদৌলতে ছড়িয়ে দিতে চাই। আমরা প্রত্যাশা করি, বাঁধন-’৭৯-এর অন্য বন্ধুদের খুঁজে পেতে আপনারা সংবাদ পরিবেশ করবেন। আমাদের সার্বিক কার্যক্রমে আপনাদের পাশে পাবো-এ বিশ্বাস রাখি। সভায় আরো বক্তব্য রাখেন ১৯৭৯ ব্যাচের বন্ধু পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক শাহ আলম ও রাজনিতিবিদ কামাল মিজি।
সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও সাধারণ সম্পাক আব্দুস সোবহান লিটন। সাংবাদিকরা তাদের বক্তব্যে বাঁধন-’৭৯-এর প্রস্তাবিত কার্যক্রমের সাথে আরো কিছু কার্যক্রম সংযুক্ত করার আহ্বান জানান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল।
সভায় উপস্থিত ছিলেন সাবেক বিমান বাহিনী কর্মকর্তা হারুনুর রশিদ, বিশিষ্ট ঠিকাদার জহির উদ্দীন পাটওয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ কামাল মিজি, বিল্লাল হোসেন, মনির হোসেন সহ ১৯৭৯ ব্যাচের প্রায় ৫০ জন বন্ধু এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে উক্ত সভা তথা ১৯৭৯ ব্যাচের বন্ধুদের মিলনমেলার সমাপ্তি ঘটে।