প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৭৫নং উত্তর ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা খানের বিরুদ্ধে বিদ্যালয়ের মালামাল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক বিদ্যালয়ের পুরাতন লোহার টেবিল, চেয়ার ও লাকড়ি বিক্রি করে ফেলেছেন। এমনকি সরকারিভাবে আসা বিভিন্ন বরাদ্দের টাকা সঠিকভাবে ব্যয় করেন নি। এসব অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলতে শোনা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, প্রধান শিক্ষক মোস্তফা খান বিদ্যালয়ে যোগদান করার পর হতে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন। আগে এ বিদ্যালয়ে অনিয়ম হতো না।
অনিয়মের অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক মোস্তফা খান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। মালামাল নিলামে বিক্রি করা হয়েছে। চেয়ার-টেবিল বিদ্যালয়ের বিভিন্ন স্থানে রাখা হয়েছে।