প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমী চট্টগ্রাম ও আর্টিজান ইউসি স্পোর্টস্ ঢাকা।
চাঁদপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে শনিবার (৩ সেপ্টেম্বর) দিনের প্রথম খেলায় জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমী ও বিকেলের খেলায় বৃষ্টিবিঘিœত ম্যাচে প্যারাভোলা নিয়মে জয় পেয়েছে আর্টিজান ইউসি স্পোর্টস্।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার চাঁদপুর কণ্ঠ, স্টার লাইভ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। টুর্নামেন্টে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার ২৪টি দল অংশ নিচ্ছে।
শনিবার সকালের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা টাইটেন্স। তারা নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ আরমান ৪৫, আকাশ ২৯ ও ইকবাল ২৪ রান করেন। বল হাতে সন্দ্বীপের রিফাত ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৪ টি উইকেট নেন।
সন্দ্বীপ ক্রিকেট একাডেমী ১৩২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে রাজা ৪২ বলে অপরাজিত ৯৭ রান করেন। বল হাতে ঢাকার টাইটান্সের রাফাত ২ ওভারে ৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ৭ উইকেটে জয়লাভ করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমী।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ করা হয়। বিতরণ করেন মাতৃছায়া হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ম্যাচ রেফারী শামিম ফারুকী, ক্রিকেট কোচ নজরুল ইসলাম, সাবেক ক্রিকেটার এসএম মুজিবুল হক রাসেল, সাইফুল ইসলাম সুমন, জেলা কোয়াবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা ঢালী ও সাবেক ক্রিকেটার সোহাগ।
অপরদিকে দিনের ২য় খেলায় অংশ নেয় স্লোগ সিক্সার্স চাঁদপুর ও ঢাকা আর্টিজান ইউসি স্পোর্টস্।
শনিবারের ২য় ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্লোগ সিক্সার্স চাঁদপুর। বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান করে। এরপরেই বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।
বৃষ্টি কমে গেলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্যারাভোলা নিয়মে ব্যাটিং করতে নামে ঢাকা আর্টিজান ইউসি। তাদেরকে ৭ ওভারে ৬১ রানের টার্গেট দেয়া হয়। তারা ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান করে জয়লাভ করে। ফলে ৭ উইকেটে জয়লাভ করে।
খেলা শেষে ঢাকা আর্টিজান ইউসি স্পোর্টসের ফয়সালকে প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার তুলে দেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিব দর্জি।