প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল ২ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসগাছা রেলগেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪,৫৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো : কুমিল্লা জেলার বুড়িচং থানার মৃত মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৮) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত আব্দুল জব্বারের মেয়ে জেসমিন আক্তার (৩৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন কুমিল্লা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।