প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানের গায়েবানা জানাজা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের চিশতিয়া জামে মসজিদের সামনে হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি বলেন, শাওনের রক্তকে আমরা বৃথা যেতে দিবো না। আর যারা রক্ত দিয়ে হলিখেলা খেলছে আল্লাহ যেন তাদের বিচার করেন।
পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় গায়েবানা জানাজায় ইমামতি করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারী। জানাজার নামাজে অংশ নেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনীর চৌধুরী, সেলিমুছ সালাম, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাজী মোশাররফ হোসেন, কাউন্সিলর আলী আহমদ সরকার, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সামছুল আলম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিব ভূঁঞা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারওয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, জেলা যুবদল নেতা পারভেজ আলম রবিন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মুসল্লিগণ।