প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বেগম রওশন এরশাদ ২৬ নভেম্বর পার্টির কাউন্সিল ঘোষণার প্রতিবাদে চাঁদপুরে জাতীয় পার্টি প্রতিবাদ সভা করেছে। শুক্রবার রাত ৮টায় বিপণীবাগস্থ আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মোহাম্মদ মহসীন খান।
তিনি তার বক্তব্যে বলেন, রওশন এরশাদ আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে আমরা সম্মান করি। তিনি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। কিন্তু তিনি যে ঘোষণা দিয়েছেন আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল, আমরা তার ঘোষণা শুনে হতভম্ব। তিনি যে ঘোষণা দিয়েছেন তা অগঠনতান্ত্রিক। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা জিএম কাদেরের নেতৃত্বে যে কোনো সিদ্ধান্ত আসবে তা সফল করবো।
বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি ও জাপা নেতা মোঃ দেলোয়ার হোসেন খান।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ কামরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ নুরুজ্জামান কালু, জাপা নেতা মোঃ মাসুম বেপারী, মোঃ কবির গাজী, মোহাম্মদ আলী, মোঃ জসিম বকাউল, মফিজ গাজী, মোঃ বিটু ছৈয়াল, মোঃ হাফেজ ঢালী, মোঃ ইয়াছিন গাজী, মোঃ শাহালম বেপারী, মোঃ ইয়াছিন খন্দকার, মোঃ শুক্কুর মুন্সি প্রমুখ।