বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে ওএমএসের চাল বিক্রি শুরু
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় চলমান ওএমএস কার্যক্রম ফরিদগঞ্জ উপজেলার পৌর সদরের ৪টি স্পটে আরো সম্প্রসারিত ভাবে শুরু হয়েছে। পৌর এলাকায় মোট ৪টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, টিসিবি কার্ডধারীগণও ন্যায্য মূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন।

সরকারের উক্ত জনবান্ধব কর্মসূচি সফল করার লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে ফরিদগঞ্জ পৌরসভায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে এলাকায় ৪টি প্রান্তিক জনসাধারণের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা শুরু হয়েছে। এক্ষেত্রে টিসিবি কার্ডধারীগণকে ওএমএস-এর ন্যায় ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবারে ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে। উল্লেখ্য, সকল টিসিবি কার্ডধারীও এর আওতায় রয়েছে।

প্রতিদিন ফরিদগঞ্জ পৌরসভায় বরাদ্দের পরিমাণ ৪টি কেন্দ্রে ৪টি ডিলারের ৬ মে. টন। ডিলারের মাধ্যমে ওএমএস পদ্ধতিতে এই চাল দেয়া হচ্ছে। ডিলাররা হচ্ছেন : মীরপুর রোডে ১, ২ ও ৩ ওয়ার্ডের মজিবুর রহমান পাটোয়ারী, বড়ালী ব্যাক সংলগ্ন ৪ ও ৫নং ওয়ার্ডের মোহাম্মদ জসিম উদ্দিন, সাফুয়া বাজার এলাকায় ৬ ও ৭নং ওয়ার্ডের ওমার ফারুক, ফরিদগঞ্জ পশ্চিম বাজার পাটওয়ারী বাড়ি সংলগ্ন ৮ ও ৯নং ওয়ার্ডের মোহাম্মদ আব্বাস উদ্দিন।

এছাড়া নিম্ন আয়ের ও দরিদ্র লোকদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে প্রত্যেক উপকারভোগী পরিবারকে মাসিক ৩০ কেজি হারে চাল প্রদান করা হবে। ইতোমধ্যে খাদ্যবান্ধব কর্মসূচি ডিজিটাল ডাটাবেজের আওতায় নেয়া হয়েছে।

ডিলাররা জানান, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হয়েছে। আপনাদের মাধ্যমে এ কর্মসূচির সরবরাহ আরও বৃদ্ধি করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়