প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুরে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো নীলোৎপল সাধ্যকে](/assets/news_photos/2022/09/03/image-22804.jpg)
রবীন্দ্র সংগীতের বিশিষ্ট প্রশিক্ষক নীলোৎপল সাধ্যর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে সংগীত নিকেতন চাঁদপুর। এ উপলক্ষে বুধবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে নীলোৎপল সাধ্য স্মরণ সভা, পঞ্চ কবির গান, নৃত্য এবং সম্মাননা প্রদান করা হয়।
সংগীত নিকেতন চাঁদপুরের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রয়াত নীলোৎপল সাধ্যর সহধর্মিণী ঝর্ণা মল্লিক, মেয়ে অঝরা সাধ্য শ্রীলা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চাঁদপুর শাখার সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি ফারুক আহম্মদ, বিশিষ্ট সংগীত শিক্ষক রফিক আহমেদ মিন্টু, দুলাল পোদ্দার, বিমল দে, দীপক চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নীলোৎপল সাধ্যর সহধর্মিণী ও তার মেয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সবশেষে বিচিত্রা সাহা, আভা শঙ্কর, বীনা ঘোষ ও রিয়া চক্রবর্তীর পরিচালনায় স্থানীয় শিল্পীরা পঞ্চ কবির গান ও নৃত্য পরিবেশন করেন। সংগীত নিকেতনের এমন আয়োজনে আরো যুক্ত হয় উদয়ন সংগীত বিদ্যালয়, আনন্দধ্বনি এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, মতলব শাখা।
প্রসঙ্গত প্রয়াত নীলোৎপল সাধ্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও পরীক্ষক।
এছাড়া ছায়ানট, আনন্দধ্বনি এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সংগীত বিভাগের প্রশিক্ষক ছিলেন।
২০২০ সালের ১৭ মার্চ মাত্র ৬৪ বছ র বয়সে পরলোকগমন করেন নীলোৎপল সাধ্য।