বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের কথা বলা হয়েছে : শিক্ষামন্ত্রী
মিজানুর রহমান ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, প্রস্তাবিত নতুন আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি, জেলা শাখা আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কোচিং দরকার হয়। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, সেগুলোর জন্য প্রস্তুতির দরকার হয়। আমাদের প্রায় প্রত্যেকটি স্কুলেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। অনেক সময় সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে নজর দেয়া সম্ভব হয় না। এতে অনেক শিক্ষার্থী হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে। অনেকেরই আবার বাবা-মা কর্মজীবী। ফলে ওইসব শিক্ষার্থী বাড়িতে সেই সুযোগটুকু দেয়ার মতো কেউ থাকেন না। সেক্ষেত্রে কখনো কখনো কোচিংয়ের দরকার হতে পারে। আমরা তাই বিকল্প হিসেবে প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিং করার কথা বলেছি।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, প্যাসিফিক অ্যাসোসিয়েট লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাবুদ্দিন অনু, টুর্নামেন্টের উদ্যোক্তা ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, স্থানীয় ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোঃ মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়