প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
রোটারী ক্লাব চাঁদপুর সেন্ট্রালের ২০২২-২৩ রোটারী বর্ষের ৮ম সভা ৩০ আগস্ট সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। আমন্ত্রিত অতিথি ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ। জাতীয় সংগীতের মাধ্যমে মিটিং শুরু হয়। এরপর ক্লাবের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে দুজন দুঃস্থ ব্যক্তিকে আর্থিক সহযোগিতা প্রদান এবং চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট গভর্নর আব্দুল বারী জমাদার মানিকের বিবাহবার্ষিকী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।