বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ফরাজীকান্দিতে ইউপি চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার বনাম ব্রাহ্মণবাড়িয়া দল পরস্পরের মোকাবেলা করে।

টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১০টি জেলার নামে ১০ দলের নামকরণ করা হয়। এই ১০ দলকে নিয়ে দুটি গ্রুপে ভাগ করে লীগ ভিত্তিক টুর্নামেন্টটি শুরু করা হয়।

খেলার উদ্বোধন করেন টুর্নামেন্টের আয়োজক ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, চরকালিয়া ক্যামেলিয়ান সংসদের সভাপতি আহমেদ হোসেন মিন্টু, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে মানসুর আহমেদ ও আতাউর রহমান সবুজ, সাবেক সদস্য নাছির উদ্দিন মুন্সি, ক্রীড়া সংগঠক সাংবাদিক নূরে আলম নূরীসহ ফরাজীকান্দি ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় ব্রাহ্মণবাড়িয়া ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে কক্সবাজার ফুটবল একাদশকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। দলের পক্ষে লিমন ও সিয়াম দলের পক্ষে একটি করে গোল করে।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন রমিজ উদ্দিন এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন সুকুমার মন্ডল ও রাকিব বেপারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়