প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন](/assets/news_photos/2022/09/02/image-22764.jpg)
জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো বেগবান করার লক্ষ্যে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে সনাক চাঁদপুরের অনুপ্রেরণায় ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ গঠন করা হয়। ইয়েস গ্রুপ দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দুর্নীতিবরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়াও দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে আরো জোরদার করার লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
ইয়েস গ্রুপের দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্যে গত ২৮ আগস্ট ইয়েস-এর মাসিক মাসিক সাধারণ সভায় রত্না আক্তারকে দলনেতা এবং পূজা রাণী সরদার ও আকরাম হোসেনকে সহ-দলনেতা নির্বাচন করা হয়। যা ২৯ আগস্ট ২০২২ থেকে কার্যকর হয়েছে। এ কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবে।
এ কমিটি গঠনে ইয়েস গ্রুপের ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অ্যাডঃ পলাশ মজুমদার ও সদস্য প্রভাষক জেসমিন আক্তার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা, ইয়েস-এর বিদায়ী দলনেতা খায়রুল আলম, সহ-দলনেতা মোঃ টিপু সুলতান ও নাঈমা ফেরদৌসীসহ টিআইবির কর্মীবৃন্দ।