প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
মতলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর বিকেল ৪টায় স্থানীয় টিএন্ডটি এলাকায় বিএনপির আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বিএনপি নেতা মোল্লা মোঃ জাকির হোসেনের সভাপ্রধানে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শোয়েব আহমেদ, বিএনপি নেতা আনোয়ার ছৈয়াল, গোলাম হোসেন, ইলিয়াছ মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত হাবিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিছ সরকার মুন্না, যুগ্ম আহ্বায়ক নবীর হোসেন, রাফেল প্রমুখ।
এ সময় পৌর শ্রমিক দলের সভাপতি মনির ফরাজী, শ্রমিক দল নেতা হযরত আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম প্রধান, সোহাগ হোসেন, বিএনপি নেতা সাবেক মেম্বার জসিম ঢালী, বাদল, জজ মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের জন্যে দোয়া ও মোনাজাত করা হয়।