বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কামরুজ্জামান টুটুল ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাজীগঞ্জ উপজেলা শাখা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এদিন বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, দোয়া ও তবররুক বিতরণ করা হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল বাসার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ হোসেন মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মৃধা, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুবনেতা আবুল বাসার, মাসুদ হোসেন, মোস্তফা কামাল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান মিয়াজী, ছাত্রনেতা রইফুল ইসলাম জিলানী, কবির হোসেন মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মনির হোসেন ভূঁইয়া।

বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ প্রয়াত দলীয় নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলীয় অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করেন বিএনপি নেতা জাকির হোসেন মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মিজানুর রহমান দুলাল, আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন বাবু, মিজানুর রহমান, কাজী মিজানুর রহমান, যুবনেতা জাহাঙ্গীর হোসেন, মোঃ জাকির, শাহআলম বাবুলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়