বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ ব্যুারো ॥

ফরিদগঞ্জে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামী, ৩শ’ পিচ ইয়াবা ও ৫শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি এবং ২শ’ গ্রাম গাঁজাসহ অপর এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ৩০আগস্ট মঙ্গলবার গভীর রাতে এক মাদক কারবারি ও ৩১ আগস্ট বুধবার সকালে অপর এক মাদক কারবারিকে আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। এছাড়াও এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামীকে একইদিন দুপুরে আটক করা হয়। পরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, বুধবার দুপুরে একটি সিআর মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী রুবেল (২৫)কে এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে আটক করেন। সে গাব্দেরগাঁও গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে। অপরদিকে মঙ্গলবার গভীর রাতে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণি দুর্গাপুর গ্রামের বেপারী বাড়ির সফিউল্ল্যার ছেলে মাদক কারবারি বিল্লাল হোসেন (৩৮)কে ৩শ’ পিচ ইয়াবা ও ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া এসআই আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে কড়ৈতলী চৌরাস্তা এলাকা থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আব্দুল কাহার (১৯)কে আটক করেন। সে কড়ৈতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপর একটি মামলা দায়ের করা হয়। পরে আটককৃত ৩জনকেই বুধবার চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামী ও মাদকসহ দুইজনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং আটককৃত ৩জনকে চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়