প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রেরণা সামাজিক সংঘে’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৯ আগস্ট সোমবার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঘনিয়া সাঈদীয়া কামিল মাদরাসা ও গল্লাক দারুন নাজাত আলিম মাদরাসার দাখিল পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ঘনিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, চাঁদপুর দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ও পিপল ফাস্ট হেল্প অর্গানাইজেশনের সভাপতি শিক্ষানবিশ আইনজীবী শেখ বেলায়েত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ সংস্কারে ও মানুষের কল্যাণে ছাত্র ও যুব সমাজের দৃশ্যমান ভূমিকা পালন করা প্রয়োজন। ছাত্রসমাজকে মেধা ও নৈতিকতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক শিক্ষায় গড়ে উঠে মানবতার সেবায় আত্মনিবেদন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উক্ত মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মনির হোসেন, গল্লাক দারুন নাজাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুর রহমান। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।