প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
কচুয়ায় ১৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ফারুক গাজী (৪৪)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কচুয়া থানার উপ-পরিদর্শক মোঃ মামুনুর রশিদ সরকার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হাসিমপুর গাজী বাড়ির তোয়াব আলীর ছেলে ফারুকের বসতঘরে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
কচুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ফারুক। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একই দিন রাতে কচুয়া থানা পুলিশ কড়ইয়া ইউনিয়নের কাদের ডাক্তারের বাড়ি থেকে কড়ইয়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে শরীফ গাজীকে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ মহিউদ্দিন বলেন, আমরা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)-এর নির্দেশক্রমে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে মাদক ব্যবসায়ী ফারুক গাজী ও শরীফ হোসেনকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছে। বুধবার পুলিশি পাহারায় গ্রেফতারকৃতদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। কচুয়া থানা পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।