বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে ডাকাতি
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ৩১ আগস্ট বুধবার রাত ১টার সময় দক্ষিণ নিশ্চিন্তপুর এলাকায় (ঘাসির চর গ্রাম) থেকে আসা মোফাজ্জলের বাড়িতে এ ঘটনা ঘটে। ১০/১২ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মোফাজ্জল ও তার স্ত্রী লাইলী বেগম, ছেলে সাব্বির (১৮)কে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দা, ছেনি রামদা দিয়ে মারধর করে। পরে তাদের ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় বলে মোফাজ্জল দাবি করছে।

পরে খবর পেয়ে এএসপি (মতলব) সার্কেল ইয়াসির আরাফাত ও মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো। তাছাড়া মতলব উত্তরে যাতে ডাকাতির ঘটনা না ঘটে সেজন্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরো জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ৩/৪ দিন আগেও উপজেলার রসুলপুরে ডাকাতির ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়