প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় চাঁদপুর শহরের নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড, নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং একই সাথে দুই প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রেসক্লাব সড়কের আল-নাহিয়ান ডায়াগনস্টিককে সেবার মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের এই দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর।
তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে যথাক্রমে ১৫ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ডায়াগনস্টিক সেন্টার দুটিকে সিলগালা করা হয়।
তিনি বলেন, পরবর্তীতে প্রেসক্লাব রোডে আল-নাহিয়ান ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ প্রতিষ্ঠানকে লাইসেন্স আনয়নের জন্য ৩ মাস সময় দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন ও ডাঃ এইচএম হুমায়ুন ইসলাম এবং চাঁদপুর মডেল থানার পুলিশ ফোর্স।