প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০২২-এর শিক্ষার্থীদের বিদায়, মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা পরবর্তী জীবনে কিভাবে নিজের উজ্জ্বল ভবিষৎ ও সাফল্য অর্জন করতে পারে সে সকল বিষয় তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের শুধু চাকুরি নয় উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্ল্যা, বিদ্যোৎসাহী সদস্য সহকারী অধ্যাপক (অবঃ) স্বপন কুমার পাল, অভিভাবক সদস্য মোঃ শামছুজ্জামান মুন্সী, সহকারী অধ্যাপক মোঃ সেলিম, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মুযাম্মেল হোসাইন ও সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বশির উদ্দিন ও ডলি আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য আঃ মান্নান, বিদ্যোৎসাহী সদস্য আবুল হাসেম, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার ও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু নোমান মোঃ মফিজুর রহমান। তিনি শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ এবং হাজীগঞ্জ-শাহরাস্তির মাননীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহণ মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের জন্য দোয়া কামনা করেন।