প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
দেশের জনপ্রিয় রিটেইল চেইন সুপার শপ ‘স্বপ্ন’ এখন কচুয়ায়। কচুয়াবাসীর সুবিধার্থে নিত্যপণ্যের বিপুল সমাহার নিয়ে এই আউটলেটের শুভ উদ্বোধন করা হয়। বুধবার সকালে কচুয়া পৌর বাজারে সুলতান ভূঁইয়া শপিং কমপ্লেক্সের ১ম তলায় স্বপ্নের আউটলেট উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
স্বপ্নের কচুয়া আউটলেটের পরিচালক পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর জানান, স্বপ্ন উন্নতমানের পণ্য সংগ্রহ করে এবং আউটলেটের মাধ্যমে বিক্রি করে আসছে। স্বপ্ন ভোক্তাদের নিবিড় সার্ভিস প্রদানের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। কচুয়ার আউটলেটে স্বপ্ন ক্রেতাদের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করছে এবং কাস্টমার সেবা দিয়ে যাচ্ছে। এর সাফল্য কামনায় আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, কচুয়া সদর দক্ষিণ ইউপির চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, স্বপ্ন কচুয়া আউটলেটের পরিচালক পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জাবেদ হোসেন, প্রকৌশলী কাজী সাইফুর রহমানসহ অন্যান্য পরিচালকসহ সহস্রাধিক ক্রেতা।