বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

হাজীগঞ্জে হাজী জসিমের মতবিনিময় সভা
কামরুজ্জামান টুটুল ॥

চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন আসছে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হচ্ছেন। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার হাজীগঞ্জে তিনি মতবিনিময় সভা করেছেন। এদিন তিনি উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এ মতবিনিময় সভা করেন।

কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানিয়ার সভাপ্রধানে ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের সদস্য প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন হাজী জসিম উদ্দিন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন ও দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল ।

আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন মজুমদার, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক রোটাঃ এসএম মানিকসহ কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যরা।

উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দুলাল হোসেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন রানা, সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী, উপজেলা তাঁতীলীগের সভাপতি আলী আজগর ও পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির নেতা আলী আহমেদ, সার্জেন্ট আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়