বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

নেতা-কর্মীদের গুম-হত্যার স্মরণে আন্তর্জাতিক দিবসে চাঁদপুর জেলা বিএনপির মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥

সরকার কর্তৃক বিএনপি নেতা-কর্মীদের গুম-হত্যার স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি। ৩০ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় চাঁদপুর শহরের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি। এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, গত চৌদ্দ বছরে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৬ শতাধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এদের মধ্যে ৭১ জনের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। বর্তমান নিশি রাতের সরকার অবৈধ শাসন কায়েম করতে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী দিয়ে এই গুম-খুন করিয়েছে। আর এ কারণেই পুলিশ ও র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। এটা জাতির জন্যে লজ্জাজনক। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছি।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ জিল্লু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সলেমান ঢালী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়