বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

বোনের সম্পত্তি দিতে আপত্তি ভাইয়ের!
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জে বোনের সম্পত্তি দিতে অপারগতা প্রকাশ করেন ভাই আব্দুর রব। এ নিয়ে দুই পরিবারের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও সম্পত্তি না দেয়ার পাঁয়তারা করছেন আব্দুর রব। উল্টো পুত্রবধূকে দিয়ে বিভিন্ন ধরনের মামলা দেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন রজ্জবের নেছা গং।

এ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৩০ আগস্ট মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়েছে। এ সময় আব্দুর রব পরিবারের পক্ষ থেকে ৯৯৯ নাম্বারে কল দিয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে নিয়ে যায়। পুলিশ বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্যে উভয় পক্ষকে নির্দেশ দেয়।

সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মৃত খাজা আহম্মদের এক ছেলে (আব্দুর রব) দুই মেয়ে (রজ্জবের নেছা ও রুমের নেছা)। খাজা আহাম্মদ মারা যাবার পর তার ছেলে আব্দুর রব তার বোন রুমের নেছার সমস্ত সম্পত্তি কিনে নেন বলে জানা যায়। আর একই কারণে বিএস খতিয়ানে রুমের নেছার নাম নেই। কিন্তু দীর্ঘ বছর ধরে নানান টালবাহানায় আব্দুর রব তার অপর বোন রজ্জবের নেছার সম্মত্তি ভোগ দখল করে আসছে। রজ্জবের নেছা, তার স্বামী, সন্তান এবং নাতিরা বিভিন্ন মাধ্যমে আব্দুর রবকে বলার পরও তিনি তাদের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন না। অবশেষে ৩০ আগস্ট রজ্জবের নেছার ছেলে এবং নাতিরা রাষ্ট্র এবং শরীয়া আইন মতে তাদের ভূমিতে গাছের চারা লাগিয়ে বেড়া দেয়। পরে আব্দুর রব গং তার বোনের সম্পত্তির বেড়া ভেঙ্গে সমস্ত গাছের চারা উপড়ে ফেলে এবং উল্টো তাদেরকে মামলা দেয়ার হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে রজ্জবের নেছার নাতী মোঃ শরীফ বলেন, কাগজপত্রে বিষয়টি পরিস্কার ওয়ারিস সূত্রে জায়গার মালিক আমরা। কিন্তু দুঃখের বিষয় তিনি আমাদের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন না। আমরা কাগজ মতে আমাদের জমিতে গাছ লাগিয়ে বেড়া দেই। কিন্তু তিনি আমাদের বেড়া ভেঙ্গে গাছ উপড়ে পেলেন। আমাদেরকে বিভিন্ন মামলা দেয়ার হুমকি দেন। সেই সাথে বিভিন্ন মিথ্যা অপবাদ দিচ্ছেন।

আব্দুর রব সাংবাদিকদের বলেন, রজ্জবের নেছা কোনো সম্পত্তি পাবেন না। সিএসএ তার নাম নেই, কিন্তু বিএসএ আছে।

এলাকাবাসী সাংবাদিকদের বলেন, মারামারির কোনো ঘটনা ঘটেনি। শরীফ গং গাছ লাগিয়ে বেড়া দিয়েছে, আব্দুর রবের পরিবার পরে এসে বেড়া ভেঙ্গে সমস্ত গাছ উপড়ে ফেলে দেয়।

উক্ত ওয়ার্ডের মেম্বার হারুণ তপাদার বলেন, বিষয়টি চেয়ারম্যান আমাকে জানান। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখলাম এবং জানলাম। আব্দুর রবকে বলেছি বিষয়টি নিয়ে আর যাতে বাড়াবাড়ি না করে। কাগজে যদি আপনার বোন জায়গার মালিক হয় তাহলে তাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই বরকত উল্যাহ সাংবাদিকদের বলেন, আমরা ৯৯৯ নাম্বারে কল পাওয়ার পর সেখানে যাই। গিয়ে দেখলাম জমি নিয়ে বিরোধ। তাদেরকে কোর্টে গিয়ে এর সমাধান করে আসার পরামর্শ দেই। যে কল দিয়েছে তাকে বলেছি তাদের কোনো অভিযোগ থাকলে থানায় এসে দেয়ার জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়