বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমী পরিদর্শনে বাফুফের টেকনিক্যাল কমিটি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমী পরিদর্শন করলেন বাফুফের টেকনিক্যাল কমিটি। একাডেমীকে ওয়ান স্টার থেকে দ্বিতীয় স্টার করার জন্যেই তারা এই পরিদর্শনে আসেন।

গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে সোনালী অতীত ফুটবল একাডেমীর অনুশীলন চলাকালে খেলোয়াড়দের কার্যক্রমসহ একাডেমির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সাবেক ফুটবলার ও বাফুফে টেকনিক্যাল কমিটির কো-অর্ডিনেটর মাহবুব আলম পোলো।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর সভাপতি ও সাবেক ফুটবলার মনোয়ার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাবেক কৃতী ফুটবলার বোরহান খান, রোটাঃ কাজী মাইনুল হক জীবন, ফুটবল কোচ জাহাঙ্গীর গাজী, আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর পাটওয়ারী, সাবেক ফুটবলার আলমগীর, বাপ্পি দে, জিন্নাহসহ একাডেমীর অন্য সদস্যসহ খেলোয়াড়গণ।

উল্লেখ্য, বাফুফের আওতাধীন সারা বাংলাদেশে ১৭০টি একাডেমী রয়েছে। এখান থেকে ২৪টি একাডেমীকে দ্বিতীয় স্টারে নেয়া হবে। সেই তালিকায় চাঁদপুরের একাডেমীটি এগিয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়