প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমী পরিদর্শন করলেন বাফুফের টেকনিক্যাল কমিটি। একাডেমীকে ওয়ান স্টার থেকে দ্বিতীয় স্টার করার জন্যেই তারা এই পরিদর্শনে আসেন।
গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে সোনালী অতীত ফুটবল একাডেমীর অনুশীলন চলাকালে খেলোয়াড়দের কার্যক্রমসহ একাডেমির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সাবেক ফুটবলার ও বাফুফে টেকনিক্যাল কমিটির কো-অর্ডিনেটর মাহবুব আলম পোলো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর সভাপতি ও সাবেক ফুটবলার মনোয়ার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাবেক কৃতী ফুটবলার বোরহান খান, রোটাঃ কাজী মাইনুল হক জীবন, ফুটবল কোচ জাহাঙ্গীর গাজী, আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর পাটওয়ারী, সাবেক ফুটবলার আলমগীর, বাপ্পি দে, জিন্নাহসহ একাডেমীর অন্য সদস্যসহ খেলোয়াড়গণ।
উল্লেখ্য, বাফুফের আওতাধীন সারা বাংলাদেশে ১৭০টি একাডেমী রয়েছে। এখান থেকে ২৪টি একাডেমীকে দ্বিতীয় স্টারে নেয়া হবে। সেই তালিকায় চাঁদপুরের একাডেমীটি এগিয়ে রয়েছে।