প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনির হোসেন তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, পরিচালনা পর্ষদের সদস্য মিজানুর রহমান, মোঃ মুকবুল হোসেন, লিটন তালুকদার, কাউসার আহমেদ, শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক শাহ আলম, বিধু ভূষণ দাস, আকলিমা আক্তার ও সহকারী প্রধান শিক্ষক গণেষ চন্দ্র দাস।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মনির হোসেন জানান, আমি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার শিক্ষানুরাগীদের সাথে সমন্বয় করে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যাপিঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবো। আমার কাজে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।