প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০০:০০
![চাঁদপুর সদর ও চান্দ্রা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ](/assets/news_photos/2022/08/30/image-22628.jpg)
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, গণপরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা বিএনপি ও ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির নির্দেশনায় ২৯ আগস্ট সোমবার বিকেলে চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা সমবেত হয়।
এরপর সেখান থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে চান্দ্রা চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান। চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তালহা ফারুকী ও সঞ্জয় পাটোয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সদর থানা যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম নজু, যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল, উপজেলা ছাত্রদলের সেক্রেটারী জিসান আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খোরশেদ আলম গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক বাতেন জমাদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল জমাদার, সাধারণ সম্পাদক আজাদ বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মিজি, সাধারণ সম্পাদক মোঃ আলী মল্লিকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।