প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০০:০০
হাইমচরে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাদামতলী সামাজিক সংগঠনের আয়োজনে মাসব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেলকার বাড়ি সিক্স স্টারকে হারিয়ে বয়েজ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
২৭ আগস্ট শনিবার বিকেলে হাইমচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মোঃ ফয়েজ তপাদারের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল মতিন মুন্সি, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন সবুজ প্রমুখ।
দীর্ঘ ১ মাস যাবত অনুষ্ঠিত শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে গতকালকের ফাইনাল খেলায় দুটি দলের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। এ ম্যাচের ৩০ মিনিটের মাথায় হাফ টাইম ও ৬০ মিনিটে রেফারির চূড়ান্ত বাঁশি বেজে ওঠে। হাজারো দর্শকের উপস্থিতি ফাইনাল খেলাটিকে বেশি উপভোগ্য করে তুলেছে।
খেলাশেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি, ম্যান অব দ্যা ম্যাচসহ সকল খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেন। জমকালো মনোমুগ্ধকর আয়োজনে সম্পূর্ণ টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমীদের মনের খোরাক হিসেবে গৃহীত হয়েছে।