বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০০:০০

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা
অনলাইন ডেস্ক

গত ২৬ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে চাঁদপুর জেলা সভাপতি দিপালী রানী দাসের সভাপতিত্বে এবং তাছলিমা ফেরদৌসী রুবীর সঞ্চালনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচনা করেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, এডভোকেট নীলু রানী দাস প্রমুখ।

আলোচনা সভায় আলোচকরা বলেন, ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরের ১০ মাইল মোড়ে রাতে টহলরত পুলিশের গাড়িতে ঢাকা থেকে আগত কিশোরী ইয়াছমিনকে তুলে দেয়া হয়, যাতে নিরাপত্তায়, নির্ভয়ে, সহজে, নির্বিঘেœ অতি দ্রুত বাড়িতে অভিভাবকের কাছে পৌছাতে পারে। কিন্তু জনগণ ভোরে রাস্তায় হাঁটতে গিয়ে দেখে রাস্তার পাশে ইয়াছমিনের লাশ পড়ে আছে। তাৎক্ষণিক তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ইয়াছমিনের ওপর রাতভর চলে অমানবিক নির্যাতন। ধর্ষণ শেষে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয় (চিকিৎসকের রিপোর্ট)। এই ঘটনার জন্যে দিনাজপুরের জনতাসহ সারাদেশের মানুষ তাৎক্ষণিক আন্দোলন করার ফলে অপরাধীদের দেশের প্রচলিত আইনের মাধ্যমে ফাঁসির আদেশ দিলে তা কার্যকর করা হয়। আজ কিশোর ইয়াছমিনের হত্যার ২৭ তম দিবসে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জোরালো দাবি, দিনাজপুরের ১০ মাইল মোড়ে ইয়াছমিনের নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হোক, যাতে আগামী দিনে এমন ঘটনা আর না ঘটে। পাশাপাশি বর্তমানে দেশে নারী-শিশু-বৃদ্ধ নির্যাতন, ধর্ষণ, হত্যার শিকার হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করার কার্যকর উদ্যোগ নেয়া এবং নারীদের সমাধিকার, সামাজিক মর্যাদা ও পারিবারিক কাজের আর্থিক মূল্য নির্ধারণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়