প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০০:০০
সম্পত্তিগত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই আহত হয়েছেন। ২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টায় এ ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার লোধপাড়া গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, মরহুম মোঃ ইদ্রিস মাস্টারের ৩য় ছেলে আঃ রহমান (মোঃ হুমায়ুনের) হাতে বড় ভাই মোঃ জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী আবদুল বাতেন প্রধানিয়া জানান, সম্পত্তিগত বিরোধে সীমানা নির্ধারণ করার জন্যে ছোট ভাইকে বলায় সে তার হাতে থাকা শাবল দিয়ে এলোপাতাড়ি বড় ভাইকে আঘাত করে। রহমত উল্লাহ রিপন জানান, জাকির প্রধানিয়ার বুকে চারটি সেলাই লেগেছে। পিঠে ও দুই হাতে কনুইতে মারাত্মক জখম হয়েছে। সেখানেও সেলাই লেগেছে। তাকে আমরা আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার বিষয়ে তিনি জানান, রোগী সুস্থ হলে তারপর ব্যবস্থা নেব।
বিবাদী আঃ রহমানের (মোঃ হুমায়ুনের) মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার স্ত্রী আয়শা বেগম জানান, তাদের দুভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আমার স্বামীর দিকে জাকির এগিয়ে আসলে তার হাতে থাকা শাবল দিয়ে আঘাত করে।
২নং বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নিজেও অসুস্থ। তারপরও লোক মারফতে জাকির প্রধানিয়ার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জোবায়ের সৈয়দের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।